Wellcome to National Portal
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

১) গ্রন্থাগারঃ সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত অফিস সময়ে গ্রন্থাগার খোলা থাকে। গ্রন্থাগারে বসে শিশুতোষ বিভিন্ন  বই, মাসিক শিশু পত্রিকা পড়তে পারে।

 

২) সাংস্কৃতিক প্রশিক্ষণঃ শিশুদের বিভিন্ন সাংস্কৃতিক প্রশিক্ষণ প্রদান। এতে শিশুরা ২/৩ বছর মেয়াদী প্রশিক্ষণ কোর্সে ভর্তি হয়ে প্রশিক্ষণ নিতে হয়। তাছাড়া জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন অনুষ্ঠানে অংশ গ্রহণের সুযোগ করে দেয়া হয়।

 

৩) প্রাক-প্রাথমিক শিক্ষাঃ  সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে শিশু বিকাশ ও প্রাক-প্রাথমিক শিক্ষা কেন্দ্র চালু আছে। বিনামূল্যে বিভিন্ন শিক্ষা উপকরণ দিয়ে আনন্দঘন পরিবেশে শিশুদের পাঠদান করে থাকে।

 

৪) সিসিমপুর আউটরীচ প্রকল্পঃ নির্ধারিত ২০ টি শিক্ষা প্রতিষ্ঠানে সিসিমপুর প্রদর্শনী দেখানো হচ্ছে। কর্মচারীর সংখ্যা ১জন (ভ্যান চালক)।সিসিমপুর আউট রীচ প্রকল্পের আওতায় সিসিমপুর উপকরণ সংক্রামত্ম ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের ২০জন করে অভিভাবক ও শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

৫) চা বাগান প্রাক্ প্রাথমিক শিক্ষা কার্যক্রম: কুলাউড়া উপজেলায় ১১টি চা বাগানে ৬০টি প্রাক্ প্রাথমিক শিক্ষা কেন্দ্র রয়েছে যাতে ১৮০০ জন শিশু শিক্ষা গ্রহণ করছে।